বাড়াদী প্রতিনিধিঃ আলমডাঙ্গার উদয়পরে ভুট্টা চুরি হওয়াকে কেন্দ্র করে দুই জন আহত হয়েছে। জানা গেছে প্রসঙ্গগত ৬ দিন আগে কাটাভাঙ্গার মৃত জালালের ছেলে সুজনের ৩ কাঠা ভুট্টা চুরি হয়ে যায়। এ বিষয়ে গ্রামের লোকজন বিভিন্ন সময় বিভিন্ন নাম বলতে থাকে। এরই মধ্যে সুজন গতকাল সন্ধ্যায় মোটর সাইকেল যোগে উদয়পুর পশ্চিম পাড়ায় নিজ ভুট্টা ক্ষেত দেখার জন্য যাচ্ছিলো। হঠাৎ করে রাস্তার মধ্যে অবরোধ করে সুজনকে কিলঘুষি ও বাশ দিয়ে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। সুজন জানায় আমাকে মারধোর করে উদয়পুর পশ্চিম পাড়ার ইউনুচের ছেলে লিপু, সিরাজুলের ছেলে
শিপন,ছাত্তারের ছেলে শাহাজালাল ও ফটিক। আমি কাওকে কোন দোষারোপ করিনি তবুও আমাকে তার মেরেছে। এই রিপোর্ট লেখা পর্যস্ত আলমাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।