মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সহ সারা দেশে কাল থেকে সীমীত আকারে
খুলে দেওয়া হবে দোকান-পাট ও শপিংমল। সকাল ১০টা থেকে বিকাল ৪ পর্যন্ত কর্যক্রম চালিয়ে যেতে পারবে ব্যবসায়ীরা। তবে সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালাতে হবে প্রতিষ্ঠানকে। আন্ত জেলা ও আন্ত উপজেলা যোগাযোগ বা চলাচল কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। মাঠ প্রশাসন সম্বনয় অধিশাখার উপসচিব ছাইফুল ইসলাম সাক্ষরিত এ
সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, হাট-বাজার, দোকান-পাট, শপিংমল সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। সেই সাথে প্রতিটি শপিংমলের প্রবেশ মুখে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা মন্ত্রনায়লয়ের ঘোষিত সতর্কতা গ্রহন করতে হবে।