নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তে পুলিশ ও মাদক কারবারীর ধস্তাধস্তিতে হাসনাইন (৩০) নামে পুলিশের এক এসআই
আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে বড়বলদীয় সীমান্তে নম্বর পিলারের নিকট এ ঘটনা ঘটে। হাসনাইন দর্শনা থানার এসআই। খবর পেয়ে দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় দর্শনা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে বড়বলদীয় সীমান্তে জিরো পয়েন্টের কাছে হাসনাইনসহ ৪ পুলিশ সদস্য সাদা পোশাকে ফেন্সিডিলের ক্রেতা সেজে যায়। এ সময় বড়বলদিয়া সীমান্তের বিপরীতে ভারতের হুদা বিঘম্বরপুরের
ফেন্সিডিল ব্যবসায়ী মুরাদ হোসেনসহ ৫-৬ জন বেশকিছু ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করে। পুলিশের ওপর মাদক ব্যবসায়ীরা আক্রমণ করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে এসআই হাসনাইন আহত হন। মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে দর্শনা থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এক মাদক ব্যবসায়ীসহ মাদকের চালান ধরতে বড়বলদিয়া সীমান্তে পুলিশ সদস্যরা গিয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করি।