বুধবার, ২০ মে ২০২০, ০৬:৩৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগরে ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষন করলেন সংসদ সদস্য হাজী আলী আজগার টগর

Reporter Name / ৫১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২০ মে ২০২০, ০৬:৩৮ অপরাহ্ন

জীবননগর প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে করোনা প্রতিরোধ, ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। করোনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি তিনি সকলকে সততার সাথে কাজ করার পরামর্শ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসিরউদ্দিন, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার, বাঁকা ইউপি চেয়ারম্যান কাদের প্রধান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েনউদ্দিন মঈন, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলুসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর