নিজস্ব প্রতিবেদকঃ আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে নানার
ইঞ্জিনচালিত যানবাহন আলমসাধুর নিচে পড়ে মারা গেছে আড়াই বছরের শিশুকন্যা মারিয়া। জানা যায়, উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের লাল্টু সর্দ্দার
ইঞ্জিনচালিত যান আলমসাধুর চালক। আজ ২১ এপ্রিল বিকেল ৫টার দিকে লাল্টু সর্দ্দার বাড়ির সামনের রোড দিয়ে আলিমসাধু গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সে সময় লাল্টু সর্দ্দারের মেয়ে ফারহানার আড়াই বছরের শিশুকন্যা মারিয়াকে কোলে নিয়ে রোডের পাশে দাঁড়িয়ে ছিলেন। নানার গাড়ি নিকটে আসতে না আসতেই শিশুকন্যা
মারিয়া মায়ের কোল থেকে লাফ দিয়ে নানার গাড়িতে উঠতে গিয়ে রোডের ওপর পড়ে যায়। সে সময় আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনায়
মৃত শিশুকন্যা মারিয়া পার্শ্ববর্তী উদয়পুর গ্রামের হিরোন আলীর মেয়ে।