শিমুল রেজা, জাগো দেশ প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি বাজারে সরকারি নির্দেশনা অমান্যকারী মানুষের দৃষ্টি পুলিশ আর সেনাবাহিনির দিকে। তাদের উপস্থিতি টের পেলেই পালাচ্ছে তারা। সামাজিক দূরত্ব রক্ষা ও জনসমাগম বন্ধে সরকারের কঠোর ভূমিকার পরও মানুষের সচেতনতার অভাবে তা কার্যকর হচ্ছে না। অবাধে চলছে, রাস্তায় আড্ডাবাজি ও চায়ের দোকানে,থাকছে সব বয়সের মানুষের আড্ডা।চায়ের দোকানের সামনের দর্জা বন্ধ করে পর্দা লাগিয়ে দেখলে মনেহবে রমজান মাস শুরু। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় শনিবার থেকে সরকার কঠোর নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী রাস্তায় মটরসাইকেলে, অটোভ্যান, ইজিবাইক এবং মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।
এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু কে শোনে কার কথা। রাস্তায় লোকজন অবাধে চলাচল চলছে। ৫/৬ জন যাত্রী নিয়ে চলছে ইজিবাইক, অটো ভ্যানসহ বিপদজনক ভাবে বেড়েছে মোটরসাইকেল অপ্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে বিভিন্ন বয়সী চালকরা যার যে ধরনের মোটরসাইকেল আছে তা নিয়েই বেরিয়ে পড়েছে মহাসড়কে। সামাজিক দূরত্বের কথা চিন্তা করে গণপরিবহন বন্ধ করা হলেও মাত্র আড়াই ফুটের একটি সীটে চালকসহ গাদাগাদি করে বসে চলছে ৩ জন। এতে ভাইরাস সংক্রামিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। আর অদক্ষ শত শত চালক, মোটরবাইকে এক সিটে তিন জনের ভ্রমণে মহাসড়কের কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি এলাকায় ঘুরাঘুরি করেছে প্রতিদিনিই
