মেহেদী হাসান কার্পাসডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামে মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে মধুপানরত অবস্থায় গ্যাড়াকলে আনারুল ৷ জানাগেছে গত (১১মার্চ) শনিবার মধ্যরাতে হুদাপাড়া গ্রামের জমির উদ্দীন কোয়ালের ছেলে আনারুল ইসলাম প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী মোছা: বৃষ্টি খাতুনের সাথে রঙ্গলীলায় মত্ত থাকা অবস্থায় জনতার হাতে আটক হয় ৷ নাম না প্রকাশের শর্তে অনেকে জানান সাদ্দাম হোসেন মালয়েশিয়া থাকার সুবিধার্তে এই আনারুল ও বৃষ্টি খাতুন প্রায়ই গভীর রাতে অভিসারে রঙ্গলীলায় লিপ্ত হত ৷ কিন্তু প্রবাদে আছে – বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান , একদিন শেষ হবেই তোমার সব মান সম্মান ৷ প্রবাদের সেই কথা এবার বাস্তবে পরিনত করতেই স্থানীয় জনতা দু’জনকেই আটকে রাখে ৷ পরবর্তীতে স্থানীয় মাতব্বরের সহায়তায় ছাড়া পাওয়ার অভিযোগ করে এলাকাবাসী ৷ উৎসুক জনতা বলেন তারা শাস্তি পাওয়ার যোগ্য ৷ তাদের কে শাস্তি না দিয়ে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি ৷ এর আগে গত (৯মার্চ) বৃহ:বার আনারুল তার আপন চাচা সোরাপ কোয়ালকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে চড়াও হলে স্থানীয় জনগন বাঁধা দেয় ৷ এত কিছুর পরেও আনারুল কিভাবে ছাড়া পেল ? এই প্রশ্ন এখন হুদাপাড়া গ্রামবাসীর মুখে মুখে ৷ এখনো পর্যন্ত হুদাপাড়া গ্রামবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে ৷