বিনোদন প্রতিবেদকঃ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘মন বলে তুই
শোন’ শিরোনামের গান নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন এ প্রজন্মের মডেল লিয়ানা। ভ্যালেন্টাইন স্পেশাল হিসেবে মিউজিক ভিডিও প্রকাশ করা হচ্ছে। গানটিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করেছেন রাসেল-লিয়ানা। এতে নতুন আরও একজন মডেলকে দেখা যাবে। সান প্রোডাকশনের ইউটিউব
চ্যানেলে আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেলে গানটি উন্মুক্ত হবে। গানটির কথা ও সুরে করার পাশাপাশি কন্ঠ দিয়েছেন মাহদি সুলতান। তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ
দিয়েছেন প্রীতি শেখ। গানটির সংগীতায়োজন করছেন অয়ন চাকলাদার। বিকাস সাহার সিনেমাটোগ্রাফিতে পরিচালনা করেছেন কাউছার হোসেন (সোহেল)।
গান প্রসঙ্গে মডেল লিয়ানা লিয়া বলেন, ‘গানের কথাগুলো অনেক সুন্দর। গানের কথাগুলোর সাথে মিল রেখে আমরা অভিনয় করেছি। ভিডিওর গল্প রোম্যান্টিক। প্রেম প্রেমিকার মান-অভিমানের বিভিন্ন দিক ভিডিওতে দেখা যাবে।’