জাগো-দেশ প্রতিবেদকঃ শীত শেষের দিকে উঁকি দিচ্ছে বসন্ত। আর ৩ দিন পরেই শেষ হবে মাঘ মাস। এরপরই ফাল্গুন দেখা দেবে। হিসেব মতে, বিদায়ী সুর বাজছে
শীতের। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সোমবারসহ (১০ ফেব্রুয়ারি) গত তিন দিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এ তিন দিন ধরে ঢাকায় তুলনামূলকভাবে গরম অনুভূত হচ্ছে। এই তিন দিনের আগে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তখন
শীতের অনুভূতি ছিল। আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গল এবং বুধ ও বৃহস্পতিবার
ঢাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তারপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ঢাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি
সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী তিন দিন পর থেকে ঢাকায় গরমের অনুভূতি চলে আসতে থাকবে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘১১,১২ ও ১৩ ফেব্রুয়ারিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসতে পারে ঢাকার তাপমাত্রা। ১৪ ফেব্রুয়ারি
থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। এরপর ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আসতে পারে। কিন্তু এর নিচে নামার সম্ভাবনা নেই। অর্থাৎ এরপর থেকে গরমের অনুভূতি চলে আসবে রাজধানীতে।’ এদিকে সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি, রোববার ছিল ১৭ ডিগ্রি ও শনিবার ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার আগে ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে।