স্পোটর্স ডেস্কঃ নতুন রোমাঞ্চে মেতেছেন নেইমার। এমন খবর দিয়েছে
স্পেনভিত্তিক একটি গণমাধ্যম। এবার তিনি এমন একজনের সঙ্গে ‘বন্ধুত্ব’ গড়েছেন, যিনি বিখ্যাত ব্যক্তিদের ‘খুঁজে খুঁজে’ সম্পর্ক করেন! তিনি ক্যাটেরিনা সাফারোভা নামের রাশিয়ার উঠতি মডেল সংবাদমাধ্যমটি তাদের খবরে জানিয়েছে, নেইমার মুখে ‘জাস্ট ফ্রেন্ডের’ কথা বললেও ২১ বছর বয়সী এই সুন্দরীর প্রতি তার ‘গোপন’ অনুভূতি রয়েছে। সবাইকে ফাঁকি দিয়ে সুন্দরীর সঙ্গে একান্ত সময়ও কাটিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানায়, ‘সবাই জানে তাদের মধ্যে গোপন।কিছু আছে।’ নেইমারের নতুন এই সম্পর্কের কথা প্রথম জানা যায় ডিভিনিটি টিভির একটি রিয়্যালিটি শো থেকে। সেখানে দাবি করা হয়, সাফারোভার সঙ্গে নিয়মিত দেখা করেন পিএসজির ২৭ বছর বয়সী তারকা।
এদিকে নেইমার-সাফারোভার সম্পর্কের কথা রাশিয়ার স্থানীয় গণমাধ্যমেও এসেছে। তাকে নিয়ে সংবাদ ছেপেছে প্রভাবশালী একটি ক্রীড়া সংবাদমাধ্যম।
মিডিয়ার সামনে ওই মডেলের বান্ধবী বলেন, ‘আমি জানি সে নেইমারের সঙ্গে কয়েকবার থেকেছে। কিন্তু মানুষের সামনে বন্ধুত্বের ভান ধরে। ও একবার নেইমারের জন্মদিনেও গিয়েছিল।’ সাফারোভা সব সময় জনপ্রিয় ব্যক্তিদের আশপাশে ঘোরাফেরা করে বলে দাবি তার বান্ধবীর, ‘ও সব সময় নাইটক্লাবে যায়, যেখানে বিখ্যাত মানুষেরা হ্যাং-আউট করে।’ ‘এমন মানুষদের সঙ্গে মিশতে
সাফারোভা ভালোবাসে। অন্য ফুটবল তারকার সঙ্গেও তাকে আমি দেখেছি।’