লিটন মাহমুদ, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান। আদালতের পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার,সন্ত্রাস,মাদক ও অপরাধ নিমূলসহ আইনশৃঙ্খলার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। গত রোববার মেহেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফোর্সেস সাপ্তাহিক মাস্টার প্যারেড ,মাসিক কল্যাণ ও অপরাধ প্রতিরোধমূলক বিষয় নিয়ে আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ ওসি ওবাইদুর রহমানের নাম ঘোষণা
করা হয়। পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী ঘোষণা করেন। এ সময় পুলিশ সুপার শ্রেষ্ঠ ওসি ওবাইদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশসুপার শেখ জাহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ মেহেরপুর সদর,গাংনী ও মুজিবনগর থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।