themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

পুলিশকে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৫ বার নিউজটি পড়া হয়েছে

আফরোজা বেগম, রংপুর প্রতিনিধিঃ পুলিশের ইমেজ বাড়াতে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, জননিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে পুলিশ
সদস্যদেরকে আরও দায়িত্ব নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের অপেশাদার আচরণ করা যাবে না। ফোর্সকে নিয়মিত মোটিভেশন করতে হবে।
সুপারভিশন এবং কো-অর্ডিনেশন বাড়াতে হবে। সবাই মিলে টিম স্পিরিট নিয়ে কাজ করে পুলিশের ইমেজ বৃদ্ধির সঙ্গে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পীরগাছা থানায় মাসিক অপরাধ
ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সদস্যদের সতর্ক করে এসপি বিপ্লব কুমার বলেন, থানায় জিডি করতে যাওয়া সাধারণ মানুষ যেনো হয়রানির শিকার না হন। সেবা প্রত্যাশী বিপদগ্রস্ত মানুষকে মূল্যায়ন করতে হবে। তাদের আইনি সহযোগিতা দেওয়ার মাধ্যমে আশ্বস্ত করতে হবে। কোনোভাবেই তাদের সঙ্গে রূঢ় আচরণ করা যাবে না।
এসময় পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফজলে এলাহী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel