মেহেদী হাসান মিলন, জাগো দেশ প্রতিবেদন: জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সবুর আলীর ছেলে সাবেক মেম্বর সাইদুর রহমান লিটনের বিরুদ্ধে একই গ্রামের মাদার বিশ্বাসের ছেলে বীরমুক্তিযোদ্ধা জিন্নাত আলী ক্রয়কৃত বিষ্ণুপুর ৫৬ মৌজার হালদাগ ৫৪৬৭ এর সাত শতক ৪১ পয়েন্ট জমি যা মুক্তিযোদ্ধা জিন্নাত আলী ভোগ দখল করে আসছে।জিন্নাত আলী সেখানে নতুন করে ঘর তুলতে গেলে লিটন বাধা দিচ্ছে ও জমিটি জোর পূূবক দখল করার চেষ্টা করে মুক্তিযোদ্ধা জিন্নাত আলীকে ভিটাছাড়া করার পাঁয়তারা করছে।লিটন ইতিপূর্বে এমন করে রহিমের ছেলে শাহাদত ও একই গ্রামের মাবুদের জমি দখল করে নেই।মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখলের চেষ্টা দেখে সচেতন মহল হতবাক হয়ে বলেন লিটন কোন ক্ষমতার বলে কার খুটির জোরে একজন মুক্তিযোদ্ধার জমি দখল করার সাহস দেখায়।জমিটি নিয়ে বর্তমানে মামলা চলছে বলে জানা গেছে।বিষয়টি প্রতি সুদৃষ্টি দিতে একজন ভূমিদস্যুর হাত থেকে মুক্তিযোদ্ধার জিন্নাত আলীর জমিটি জোর পূর্বক দখলের হাত থেকে রক্ষা করতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।