নিজস্ব প্রতিবেদক :– মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি পেতে পারে না – ভারতের প্রখ্যাত শিল্পী মান্না দে কণ্ঠে গাওয়া এ গান কে হার মানিয়ে দামুড়হুদার বিষ্ণুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন সংঘের উদ্যোগে জুড়ানপুর ইউনিয়ন ভুমি অফিস প্রাঙ্গনে গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইন্সিটিটিউট( বিআইডিএস) এর সাবেক কর্মকর্তা আশাবুল হক।এ সময় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জুড়ান পুর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, সাবেক উপজেলা আ,লীগের সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, আ,লীগ নেতা বিল্লাল হোসেন, হামিদুল হক টুকু, হাসানুজ্জামান, মতিয়ার রহমান মন্টু, গোলাম সরোয়ার নান্নু, সংগঠনের সভাপতি কাওসার আলী, যুবলীগ নেতা আহসান কবির, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,শারায়েত হোসেন বাবু প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বলেন আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।