নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাবার বাড়ি থেকে স্ত্রী না আসায় ফাঁস দিয়ে ফয়সাল হোসেন (২২) নামের এক যুবকের আত্মহত্যা করেছে।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার দর্শনা পৌর এলাকার আজমপুরে তার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় ফয়সালের মামা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানার একটি মামলা দায়ের করেছেন। ফয়সাল হোসেন উপজেলার জয়রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন।
জানা গেছে, প্রায় ৩ বছর আগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের শাপলা খাতুনের (১৯) এর সঙ্গে ফয়সাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর তার মায়ের সঙ্গে আজমপুরে বসবাস করে আসছিল। প্রায় তাদের মধ্যে ঝসড়া বিবাদ হতো। এর মধ্যে শাপলা ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায়। রোববার স্ত্রীকে আনতে যান ফয়সাল। কিন্তু স্ত্রী আসে না। সোমবার সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করে মোবাইলে স্ত্রীর সঙ্গে রাগারাগি করে অভিমানে তার ভাড়া বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দর্শনা তদন্ত কেন্দ্রের এসআই মো. জাকির হোসেন। তিনি জানান, লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।