জাগো- দেশ ডেস্ক: ইরাকের বিমানবন্দরে দুই দফা হামলার পর এবার ইরানের
সীমান্তে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ড্রোনের সাহায্য চালানো এই হামলায় নিহত হয়েছে অন্তত ৬০ জন। ইরান ও আফগানিস্তানের সীমান্তে হেরাত প্রদেশের সিন্দাবাদ জেলায়।এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র বলছে তালেবানদের লক্ষ্য
করে এই হামলা চালানো হয়। তবে জানা গেছে, যারা নিহত।হয়েছেন তারা সবাই নিরীহ আফগান নাগরিক। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হেরাত প্রদেশের এ হামলায় আহত হন আরও অনেকে। হেরাতের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ জানান, ইরান সীমান্তবর্তী সিন্দাবাদ জেলায় এ হামলা চালানো হয়েছে।
আফগান প্রশাসনের মতে, মার্কিন ড্রোন ব্যবহার করে ওই বিমান হামলা চালানো হয়। তালেবান থেকে বিচ্ছিন্ন একটি অংশের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। অভিযানে মুল্লাহ নাঙ্গিয়ালা নামের ওই তালেবান কমান্ডারও নিহত হয়েছে।