নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় দশম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে বাল্যবিবাহ দেয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করা হয়। শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন। এ সময় আটক করা হয় কনের পিতা মিজানুর রহমান, বর সাইফুল ইসলাম ও কাজী মেহেদী হাসানকে।