নিজস্ব প্রতিবেদকঃ আলমডাঙ্গা কালিদাসপুর উত্তরপাড়ার ১ কৃষকের ৩টি গরু চুরি করে নিয়ে গেছে গরু চোর সিন্ডিটের সদস্যরা। ১৩ জুলাই দিবাগত গভীর রাতে গ্রামের বিল্লাল হোসেন বিপ্লবের গরু ৩টি চুরি নিয়ে যায়।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর উত্তরপাড়ার
মুক্তিযোদ্ধা খবির উদ্দিন মালিথার ছেলে বিল্লাল হোসেন বিপ্লব বাড়িতে ১টি বড়
গাভী , ১টি বাছুর ও একটি বকনা গরু পালন করেন। প্রতিদিনের ন্যায় গরু গুলোর খাবার দিয়ে ঘুমাতে যায়। ভোর রাতে গরুর ঘাস দিতে গিয়ে আর গোয়ালে গরু দেখতে পায়নি । অনেক খোজাখুজি করে করে আর কোন সন্ধান পারনি। গরু তিনটির দাম প্রায় ২ আড়াই লাখ টাকা হবে।