জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট শহরের কৃষ্ণনগরে হেলাল আকন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার সকাল ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাতাব উদ্দীন জানান, বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাঠিসোটা নিয়ে একদল লোক হেলাল আকন নামে এক যুবককে বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকার বাড়ির অদূরে এলোপাথাড়ি পিটিয়ে ফেলে রেখে যায়।পরে তার চিৎকার শুনে বাড়ির ও স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।