চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিশুর বিকাশে অনেক ধাপের মধ্যে খেলাধুলা অন্যতম। শহরে খেলাধুলার জন্য সেই মাঠ পাওয়া এখন দুষ্কর ব্যাপার। তবে গ্রাম
ও মফস্বল শহরগুলোতে এখনো কম-বেশি খেলার সুযোগ পায় শিশুরা। কিন্তু মাঝমধ্যে সেখানেও নানা বাধা আসে। সম্প্রতি খেলতে গিয়ে দুই নারীর বাধার মুখে পড়ে সাত বছরের এক শিশু। এই বিষয়ে থানায় অভিযোগ করে আহম্মেদ বিন
কাদেরী নামের শিশুটি।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার পরিদশর্ক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দুই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে আসে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া কাদেরী। একাই এসেছিল সে। তার অভিযোগ ছিল, মহল্লার মধ্যে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করতে নিষেধ করেছে দুই নারী। এমনকি তারা শিশুদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজও করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ষ্টেশনপাড়া এলাকায় খেলা করতে গেলে মমতাজ বেগম ও মাসুদা বেগম নামে দুই নারী কাদেরীকে নিষেধ করে। অনেক চেষ্টার পরও তারা আর খেলতে পারেনি। এ ঘটনায় পুলিশ
কর্মকর্তারা তাৎক্ষণিক পদক্ষেপ নেন। শিশু কাদেরীর সঙ্গে পুলিশের এসআই পদ মর্যাদার একজন কর্মকর্তাকে পাঠানো হয় ঘটনাস্থলে। অভিযুক্ত দুই নারীকে চুড়ান্তভাবে সতর্ক করা হয়।