ষ্টাফ রিপোর্টার:জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুপুর গ্রামের ঘরজামাই আব্বাস ও গোলাম রসুল ওরফে গবরার ছেলে রফিকুলের বিরুদ্ধে জমজমাট মাদক ব্যাবসার অভিযোগ উঠেছে।জানা গেছে আব্বাস ও রফিকুল দীর্ঘদিন ধরে সীমান্তে মাদকের ব্যাবসা করে আসছে।আব্বাস ও রফিকুলের মাদক ব্যাবসার কারনে যুব সমাজ দিন দিন ধ্বংসের ধাবিত হচ্ছে।আব্বাস ও রফিকুল বীরদর্পে সীমান্ত এলাকায় মাদকের ব্যাবসা করে।তাদের মাদক ব্যাবসার কাছে অসহায় হয়ে পড়েছে সচেতন মহল।আব্বাস ও রফিকুলের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সচেতন মহল।