বুধবার, ১৯ অক্টোবর ২০২২, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জীবননগর থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক পাচারকারী আটক নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত মাসুম আজিজ চুয়াডাঙ্গায় সাউথ এশিয়ান গভর্নেন্স প্রোজেক্টের লার্নিং সেশনের একদিনের কর্মশালা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান মনজু চেয়ারম্যান নির্বাচিত গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে পাইলটসহ নিহত ৬ পাকিস্তানে যাবে না ভারত, এশিয়া কাপ হতে পারে অন্য কোনো ভেন্যুতে আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

জেলা পরিষদ নির্বাচন: চুয়াডাঙ্গায় রাত পোহালেই ভোট, শেষ মুহূর্তে ও মুখ খুলছেনা ভোটারর নিরব ভোট বিপ্লবের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সম্ভাবনা

Reporter Name / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর ২০২২, ০৫:১৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জেলার আগামী সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে সবকটি কেন্দ্রে প্রস্তুত সম্পন্ন হয়েছে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নির্দেশনা মোতাবেক শনিবার দিনব্যাপী নির্বাচন কেন্দ্র প্রস্তুত সম্পন্ন করা হয়। নির্বাচন উপলক্ষ্যে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য আলাদা আলাদা বুথ স্থাপন করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সূত্র মতে জানা গেছে, সোমবার চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন। এবারের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ৩ (তিন) জন প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু  মোটরসাইকেল প্রতীকে লড়ছেন। জেলা যুবলীগের সাবেক সভাপতি ও ঠিকাদার আরেফিন আলম রঞ্জু  ঘোড়া প্রতীক নিয়ে মাঠে ময়দানে কাজ করছেন। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আব্দুস সালাম পেয়েছেন চশমা নিয়ে। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ও সদস্য পদে ১৬জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে এবার মোট ভোটার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩২ জন এবং মহিলা ভোটার ১৩৫ জন। চুয়াডাঙ্গা সদর ১নং ওয়ার্ডে মোট ভোটার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ জন এবং মহিলা ভোটার ২৮ জন। আলমডাঙ্গা উপজেলা ২নং ওয়ার্ডে মোট ভোটার ২১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬১ জন এবং মহিলা ভোটার ৫০ জন। দামুড়হুদা উপজেলা ৩নং ওয়ার্ডে মোট ভোটার ১১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯ জন এবং মহিলা ভোটার ২৯ জন। জীবননগর উপজেলা ৪নং ওয়ার্ডে মোট ভোটার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ জন এবং মহিলা ভোটার ২৮ জন।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য করতে ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনিক কর্মকর্তারা সার্বক্ষনিক তদারকি করছেন। প্রার্থীসহ সকল ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর