মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম ঝিনাইদহে স্বতন্ত্রের কাছে হারলেন আ.লীগ প্রার্থী চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী মাহফুজুর রহমান নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫৭ টি জেলায় যারা জয়ী হয়েছেন ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে এক ভোটও পাননি তিনি! চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ প্রার্থী মনজু নাটুদাহ ছাতিয়ানতলায় গভীর রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিক গ্যাঁড়াকলেঃঅবশেষে বিয়েঃমোটা অঙ্কের লেনদেনের গুঞ্জন জেলা পরিষদ নির্বাচন: চুয়াডাঙ্গায় রাত পোহালেই ভোট, শেষ মুহূর্তে ও মুখ খুলছেনা ভোটারর নিরব ভোট বিপ্লবের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সম্ভাবনা জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল এবং ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ গ্রেফতার ০১জন চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনের সকল ভোটকেন্দ্র সরোজমিনে পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক সপরিবারে উধাও

Reporter Name / ৩৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন প্রেমিকা। 

শনিবার সকাল ৬টা থেকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রেমিকের বাড়িতে এ অনশন শুরু করেন তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রেমিক মো. বেলাল হোসেন ঐ ওয়ার্ডের মো. হারুনের ছেলে। ঘটনার পর প্রেমিক বেলাল সপরিবারে বাড়ি থেকে পালিয়েছেন। এ সময় প্রেমিকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

ভুক্তভোগী ঐ তরুণী অভিযোগ করে জানান, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক বেলাল তাকে দুই মাস আগে ধর্ষণ করেন। সম্প্রতি বিষয়টি তার পরিবার জেনে যায়। এরপর থেকেই বেলালকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। ১৫ থেকে ২০ দিন আগে বেলালের সঙ্গে বিয়ে নিয়ে ঐ তরুণীর বাড়িতে কথা চলছিল। এ খবর পেয়ে বেলালের মা-বাবা ঐ তরুণীর বাড়িতে গিয়ে তাকে ধরে নিয়ে যায়।

তিনি আরো জানান, পরিবারের চাপে পড়ে এখন প্রেমের সম্পর্ক অস্বীকার করছেন বেলাল। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। তড়িঘড়ি করে কয়েকদিন আগে বেলালের পরিবার অন্য জায়গায় তার এনগেজমেন্ট করে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ঐ তরুণী।

এ বিষয়ে চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর