রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪৫ বোতল ফেনসিডিলসহ মোছা. মমতাজ বেগম (২৫) নামে এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রবিবার (২০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর হারাগাছ থানা এলাকার বেনুঘাট গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ওই নারীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, হারাগাছের বেনুঘাট গ্রামের বসতবাড়ির শয়নঘর থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। পরে ওই নারীর বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন ১টি মামলা দায়ের করা হয়।