আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় ‘সর্বাত্মক’ লকডাউন অমান্য করে চলাচল করায় ছয় জনকে ৩ হাজার ৬ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর ও সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট হুমায়ন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, গতকাল ২৮ শে এপ্রিল বুধবার দেশজুড়ে সর্বাত্মক লকডাউনের ৬ষ্ট দিন। দিন শুরুর দিকে আলমডাঙ্গা শহরে বাড়তে থাকে জনসমাগম। আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর ও সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট হুমায়ন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ সময় ২ টি মটর সাইকেল চালককে ৩শ টাকা করে ৬ শত,এক টি কসমেটিক্সের দোকানদারকে ১ হাজার,২ টি মনোহারি দোকানদারকে ৫ শত টাকা করে ১ হাজার,ও বাজারের ভীতর ২ টি ক্ষুদ্র ব্যাবসায়িকে ৫ শত টাকা করে ১ হাজার টাকা মোট ৩ হাজার ৬ শত টাকা জরিমানা করেন।ভ্রম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশ। এ সময় লকডাউনে স্বাস্থ্য বিধি অমান্য করে চলাচল করায় ৮ জনকে ৩ হাজার ৬ শ টাকা জরিমানা করেন।