কুষ্টিয়া জেলা প্রতিনিধি:কুষ্টিয়া কুমারখালী উপজেলার গড়াই নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত
এক নারীর (৩৫) মরদেহ দেখা যাই । আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ ইজতেমা মাঠ এলাকার গড়াই নদীতে মরদেহটি পাওয়া যায়। স্থানীয়সূত্রে পুলিশের কাছে খবরটি পোঁছালে পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে ।
স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার বিকেল ৪:৩০ টার দিকে চাপড়া জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াই নদীতে গলিত এক লাশ ভাসতে দেখে স্থানীয়রা। কুমারখালী থানা পুলিশের সহযোগিতায় নৌ পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে লাশের নাম পরিচয় এখন ও যানা যায়নি।
এদিকে নদীতে ভাসমান লাশের খবর মূহুর্তেই ছড়িয়ে পড়লে এ সময় লাশ দেখতে নদী পাড়ে ভিড় করে শত শত উৎসুক জনতা।
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গড়াই নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের শরীরে খয়েরী শাড়ী, খয়েরী ব্লাউজ, বামহাতে কাঁচের চুরি ও ডান পাঁয়ে একটি রূপার তোড়া ছিল।