শিমুল রেজা : জীবননগর উপজেলার হাসাদাহে এক ভণ্ড ফকিরের আস্তানায় অতিরিক্ত যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে গৌরি দাসে (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই আস্তানায় এ ঘটনা ঘটে। পুলিশ গৌরি দাসের সহযোগী বরকত আলীকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর আস্তানা ছেড়ে পালিয়েছে ভণ্ড ফকির আফছার আলী (৬০)। গৌরি দাস ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নওদাগা গ্রামের হবু দাসের ছেলে এবং বরকত আলী জলিলপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এলাকাবাসীরা জানায়, উপজেলার হাসাদাহ এলাকায় বেশ কয়েকটি ফকিরের আস্তানায় চলে অসামাজিক কার্যকলাপ। সেই সঙ্গে চলে প্রকাশ্যে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন। আস্তানায় আসা ভক্তবেশী অপরাধীদের অনৈতিক কার্যকলাপ নিরাপদে চালিয়ে যাওয়ার বিনিময়ে সুবিধা নেয় ওই ফকিররা। হাসাদাহ ফাঁড়ি পুলিশের সূত্র জানায়, আফছার ফকিরের আস্তানায় আসার পর গৌরি দাস অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাদাহ বাজারের পল্লী চিকিৎসকের নিকট নেওয়া হয়।
এ সময় তিনি জীবিত নেই বলে জানানো হয়। আটক বরকত আলী জিজ্ঞাসাবাদে জানান, গৌরি দাস ও তিনি আস্তানায় অসামাজিক কাজ করতে এসেছিলেন। এ সময় গৌরি দাস ৪টি যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে মারা যায়।
হাসাদাহ ফাঁড়ি ইনচার্জ এএসআই খালিদ গৌরি দাসের মৃত্যু ও বরকত আলীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসীর দাবি, এসব ভণ্ড ফকিরদের আস্তানা উচ্ছেদ করে এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা