themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
সংবাদ শিরোনাম :
মেহেরপুর অন্য বছর গুলোর তুলনায় গম চাষে ফলন বিপর্যয়ের আশংকা মেহেরপুরে নদী থেকে মাটি উত্তোলনকারীদের ভ্রাম্যমান আদালতে জরিমানা গাংনীতে প্রকাশ্যে নিলামে ইকো পার্কের ইজারা প্রদান জীবননগর হতদরিদ্র ভ্যানচালক অসুস্থ ফজর আলীর পাশে দাঁড়ালেন আ’লীগ নেতা জিয়া জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দুই শিক্ষার্থী নিহত; ঘাতক বাসচালক হেলপারের ফাঁসির দাবিতে মানববন্ধন বিয়ের কার্ডে একসঙ্গে হবু স্ত্রীসহ সৌম্য সরকার আমাকে স্যার ডাকবেন না, আমি জনগণের কর্মচারী, অনুরোধ করলেন ওসি ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে বাইসাইকেলযোগে ১ নারীসহ ৭ ভারতীয়ের ঢাকা যাত্রা
পুরাতন খবর খুজছেন ?

চুয়াডাঙ্গার সদর হাসপাতালের সেই অচল এ্যাম্বুলেন্স নিজেই অসুস্থ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৯১ বার নিউজটি পড়া হয়েছে

শিমুল রেজা: রোগীদের উন্নত চিকিৎসার অন্যত্র বহন বা জরুরি প্রয়োজনে ব্যবহৃত হয় এ্যাম্বুলেন্স। অথচ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সেই এ্যাম্বুলেন্স নিজেই ‘অসুস্থ’ (অচল) হয়ে পড়ে আছে। বর্তমানে সদর হাসপাতালের কাগজে কলমে দুইটি এ্যাম্বুলেন্স সচল থাকলেও একটি এ্যাম্বুলেন্স দীর্ঘদিন অচল হয়ে পড়ে আছে। এর মধ্যে সপ্তাহে চার-পাঁচদিন যান্ত্রিক ত্রুটির জন্য অপর আরেকটি এ্যাম্বুলেন্স রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিতেও ব্যর্থ। যার কারণে প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে দরিদ্র রোগী ও তাঁদের স্বজনদের। তাই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা ব্যয় করে রোগীদের প্রাইভেট এ্যাম্বুলেন্স ব্যবহার করতে হচ্ছে ভুক্তভোগীদের। এমন অবস্থায় গতকাল প্রয়োজনে এ্যাম্বুলেন্স না পেয়ে, এক রোগীর স্বজনকে বলতে শোনা যায়, যেখানে হাসপাতালের এ্যাম্বুলেন্স অসুস্থ সেখানে রোগীরা সেবা পাবে কিভাবে। তাই রোগীর স্বজনেরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুইটি এ্যাম্বুলেন্স নিরবচ্ছিন্ন সেবার দাবি জানিয়েছেন। হাসপাতালে আসা একাধিক রোগী ও তাঁদের স্বজনরা অভিযোগকরে বলেন, ‘অযতœ, অবহেলা ও মেরামতের অভাবে সরকারি অ্যাম্বুলেন্সগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। হাসপাতালের দুটি এ্যাম্বুলেন্সের মধ্যে একটি নষ্ট হয়ে পড়ে আছে। ফলে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আব্দুর রহিম নামের এক রোগীর স্বজন ক্ষোভের সাথে বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স পাওয়াটা যেন সোনার হরিণের মতো। হাসপাতালে নেই পর্যাপ্ত এ্যাম্বুলেন্স। মাত্র একটি এ্যাম্বুলেন্স নিয়ে চলছে তাঁদের রোগীর পরিসেবা। আর এ রকম পরিস্থিতিতে রোগীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

গতকাল সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণের মধ্যে একটি এ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ে আছে। প্রায় বছর খানেক ধরে পড়ে থাকায় এ্যাম্বুলেন্সটির সবকিছুই নষ্ট হয়ে গেছে। অযতেœ পড়ে থাকায় গাড়ির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। যন্ত্রাংশের অধিকাংশই চুরি হয়ে গেছে। কাগজে-কলমে ভালো এ্যাম্বুলেন্স দুটির মধ্যে নতুনটি রাজশাহীর পথে এবং অপরটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের পিছনের দিকে অচল অবস্থায় পড়ে আছে। অচল এ্যাম্বুলেন্সেটির চালক শাহিন বলেন, এ্যাম্বুলেন্সটির অবস্থা অচল প্রায়। এ্যাম্বুলেন্সটি চালাতে গেলেই ঘন ঘন প্লাগ জাম হয়ে বন্ধ হয়ে যায়। ঈদের দুই দিন পূর্বে শেষ বার রোগী নিয়ে রাজশাহীতে যাওয়ার পথিমধ্যে প্লাগ জ্যাম হয়ে বন্ধ হয়ে রোগী নিয়ে বিপাকে পড়েছিলাম। এ্যাম্বুলেন্সটির ইঞ্জিনের কাজ করানো দরকার। কিছুদিন পূর্বে আমি নিজের থেকে প্রায় পাঁচ হাজার টাকা খরচ করেছি। এতেও তেমন কোন কাজ হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম জানান, হাসপাতালের দুটি সচল এ্যাম্বুলেন্সের মধ্যে একটি এ্যাম্বুলেন্স ভালো আছে। তবে পুরানো এ্যাম্বুলেন্সটির অবস্থা ভালো না। এটা রোগী নিয়ে রাজশাহী বা দূরের হাসপাতালের যাওয়ার পথিমধ্যে নষ্ট হয়ে যায়। তবে এটি মেরামতযোগ্য। এই এ্যাম্বুলেন্সটির মেরামতের জন্য বাজেট চাওয়া হয়েছে, টাকা আসলেই মেরামত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel