বুধবার, ১৭ জুন ২০২০, ০৩:১৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় বিয়েনের সাথে রঙ্গলীলা করার সময় লম্পট বিয়াই আটক

Reporter Name / ২২২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৭ জুন ২০২০, ০৩:১৩ অপরাহ্ন

আলমডাঙ্গা অফিসঃ মেহেরপুর গাংনী হেমায়েতপুরের শাহিবুল ইসলাম আলমডাঙ্গা মোড়ভাঙ্গা গ্রামে এসে ছেলের শাশুড়ির সাথে রঙ্গলীলা করার সময় বেরসিক জনতার হাতে পাকড়াও। ১৫ জুন দিনের বেলা বিয়ানের সাথে রঙ্গলীলা করার সময় ছেলের চাচা শশুর ইসমাঈল দেখে ফেলে।

জানাগেছে, মেহেরপুর গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শাহিবুল ইসলাম(৪০) ১ বছর পূর্বে তার ছেলেকে বিয়ে দেয় আলমডাঙ্গা মোড়ভাঙ্গা গ্রামের ওমর আলীর মেয়ের সাথে। বিয়ের পর থেকেই মাহিবুল ইসলাম প্রায়ই বিয়েন বাড়িতে যাওয়া আসা করতো। ১৫ জুন ফাঁকা বাড়িতে সুযোগ বুঝে
বিয়াই শাহিবুল ও বিয়েন বেলি খাতুন রঙ্গলীলায় মেতে উঠে। এসময় বিয়ার বড় ভাই বেটার বৌর চাচা ইসমাঈল হোসেন তাদের রঙ্গলীলা দেখে ফেলে। তাদেরকে আটক করে মারধর শুরু করে। পরে ওসমানপুর ক্যাম্প ইনচার্জ বিয়াই শাহিবুল বিয়েন বেলি খাতুন ও মেয়ের বড় চাচা ইসমাঈলকে আলমডাঙ্গা থানায় নিয়ে
আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর