মেহেদী হাসান কার্পাসডাঙ্গাঃদামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামে একটি মুদি দোকানের মালামাল আগুনে ভষ্মিভূত। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে সদাবরী গ্রামের আকমান আলীর ছেলে কবিরের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত ঘটে। এসময় স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় ৷ অগ্নিকাণ্ডে দোকানের থাকা নগদ ১৫ হাজার টাকা , মুদি মালামাল, একটি ফ্রিজ ও দোকানের আংশিক ক্ষতিসহ মোট ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক কবির হোসেন। তিনি আরও জানান, দোকান রাতে বন্ধ করার পর বিদ্যুত এর সর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়। দোকানে কোমল পানিয় থাকার কারনে আগুন আরো ছড়িয়ে পড়ে। পেপসি সেভেনআপের বোতলে আগুন লাগলে পানির বোতলের শব্দের কারনে বুঝতে পারি আগুন লাগার বিষয়টি। দোকানে থাকা ফ্রিজটিও পুড়ে যায়। করোনা ভাইরাসের এই সময় শেষ সম্বলটা আগুনে পুড়ে যাওয়ার কারনে একেবারে দিশেহারা হয়ে পড়েছে মুদি দোকান মালিক। অসহায় এই দোকান মালিকের পাশে দাঁড়ানোর জন্য কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেছে গ্রামবাসিরা।