মোঃ নাজমুল হুদা জেলা প্রতিনিধি খুলনাঃ-খুলনার পাইকগাছা উপজেলার লস্কার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য “হারুন জোম্মাদারের” বিরুদ্ধে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও বয়স্ক ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ভুক্তভোগীরা খুলনা -৬ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জান বাবু (এমপি)বরাবর লিখিত অভিযোগ দায়ের করছে। সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু(এমপি)জানান ভিকটিমের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যদি ইউপি সদস্য দোষী প্রমাণত হয় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয় জানার জন্য ইউপি সদস্য হারুন জোম্মাদার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেনি। পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামের মৃত আলেক আলীর স্ত্রী মানোয়ারা বেগম(৬৫)এর কাছ থেকে গত তিন বছর আগে তিন হাজার(৩০০০)টাকা নেন ওয়ার্ড সদস্য হারুন জোম্মাদার। বিধবার কার্ড করে দেবেন বলে। কিন্তু মনোয়ারা বেগমের কার্ড তিন বছরেও হয়নি।মনোয়ারা বেগম জানান আমি মানুষের বাড়ী বাড়ী যেয়ে ভিক্ষা করি।ভিক্ষা করে তিন হাজার টাকা জোগাড় করে হারুন মেম্বারের কাছে দিয়েছি।এত দিন কার্ড দেবে দেবে করে আজও দেয়নি।এখন হারুন মেম্বারের কাছে কার্ডের কথা বলতে তিনি বলেন কার্ড করে দিতে পারবো না,তুমি যা করতে পারো তাই করে নিও। এদিকে অসহায় ভিক্ষুক মনোয়ারা বেগম আরও জানান আমার একটা মাত্র সন্তান,সেও প্রতিবন্ধী কিছু করতে পারে না।আমার স্বামীর মৃত্যুর পরে আমি ভিক্ষা করে আমাদের দু’জনার সংসার চালায়।এই ভিটা-বাড়ীটা ও পরের।

এদিকে একই ধরনের অভিযোগ করেন ওই গ্রামেরই আরেক ভূক্তভূগী আব্দুল মাজেদ সরদারের স্ত্রী।তিনি বলেন আমার (ওএমএস)এর কার্ড করে দেবেন বলে আমার কাছ থেকে ১৫০০ শত টাকা নিয়েছে শরিফের স্ত্রী।তিনি আরও জানান শরিফের স্ত্রী টাকা নিয়ে হারুন মেম্বারের সাথে ভাগাভাগি করেন।তিনি বলেন আমার স্বামী কৃষিকাজ করে,উনার মাথার সমস্যও আছে। মাঝে মাঝে মাথায় সমস্য দেখা দিলে আর কাজ করতে পারে না।তখন আমাদের দুঃখের সিমানা থাকে না।অনেক কষ্টে আমাদের সংসার চলে,এলাকায় অনেকেই ইউপি সদস্য হারুন জোম্মাদারের ভয়ে মুখ খুলতে চাচ্ছে না। এ ব্যাপারে মুহাম্মদ আরাফাতুল আলম সহকারী কমিশনার (ভূমি)পাইকগাছা,জানান আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।