ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক
সোহেল মিয়া জেলার বিজয়নগর উপজেলার বুটাংবাড়ি এলাকার আব্দুল হকের ছেলে। র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অ্যাডিশনাল এসপি
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর পৃর্ব পাড়া এলাকার বাসির মিয়ার দোকানের সামনে থেকে সকাল ৯ টার দিকে পিকআপভ্যানসহ তাকে আটক করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে সাড়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার দাম ২২ লাখ ৫৫ হাজার টাকা। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।