নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার দেড় মাস পর
চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় ৪২টি মালবাহী ওয়াগন নিয়ে
ভারতের গেদে সীমান্ত দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে প্রবেশ করে প্রথম পেঁয়াজবাহী ট্রেন। চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিন্টেনডেন্ট মীর লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। মালবাহী ট্রেনটি বর্তমানে দর্শনা
রেলস্টেশনে অবস্থান করছে। উল্লেখ্য যে, দেশের বাজারে রমজানে চাহিদা
বেড়ে যাবার কারণে পেঁয়াজের উচ্চমূল্য রোধে ভারত থেকে মালবাহী ট্রেনযোগে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত বিরাট ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।