হাফিজুর রহমান,জাগো দেশ প্রতিবেদকঃ মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এঁর দক্ষ নেতৃত্বে মহামারী করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে দেশ ও জনগনের জন্য নিজের জীবন উৎসর্গ করে প্রতিরোধমুলক ও আইন-শৃংখলা ডিউটি পালন করে চলছে। বিষয়টি অনুধাবন করতে পেরে সুযোগ্য পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স এবং পাঁচটি থানায় করোনা ভাইরাস প্রতিরোধ মুলক সংশ্লিষ্ট ডিউটিতে কর্তব্যরত অফিসার-ফোর্সদের মাঝে Face Shield বিতরণ করেন। উল্লেখ্য ইতোপূর্বে অফিসার ফোর্সদের স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ডিম, ভিটামিন ট্যাবলেট, অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ইনফ্রারেড থার্মোমিটার, উন্নত মানের খাবারের ব্যবস্থা করেছেন। যার ফলে চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের মনোবল বৃদ্ধি পেয়েছে।
