নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের অভিযানে ১০৮ বোতল
ফেনসিডিলসহ উপজেলার দৌলৎগঞ্জ -মাঝদিয়া রোডের হেলিপ্যাড এলাকা থেকে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেন পুলিশ। থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মহাসিন, এএসআই আরিফুল ইসলাম, মিলন ও ইমামুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দৌলৎগঞ্জ-মাঝদিয়া সড়কের হেলিপ্যাড নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোমবার দুপুরে ১০৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী চান্দু মিয়া(৩০), ওমর আলী (৫০) ও জিহাদ হোসেন(২৮)কে গ্রেপ্তার করেন। ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।