ষ্টাফ রিপোর্টার:জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের চাকুলিয়া গ্রামের দৌলতের ছেলে এক সময়ের চোরাকারবারীর গডফাদার বকুলের বিরুদ্ধে কুড়ুলগাছি গ্রামের আশার ছেলে একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক রানা উপর নগ্ন হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে।জানা গেছে সাংবাদিক রানা সদাবরী গ্রামের একটু পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গিয়ে জানতে পারে বকুলের ভেকু দিয়ে এ পুকুর খনন করা হচ্ছে। আর পুকুরের মাটি ও বহনে ব্যাবহৃত গাড়ির চলাচলের কারনে প্রায় ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা।এ বিষয়ে গত শক্রুবার রানা বকুলের কাছে বক্তব্য নিতে কার্পাসডাঙ্গা বাজারের কাউন্সিল মোড়ের কাছে কথা বলতে গেলে বকুল এক পর্যায়ে চড়াও হয়ে তার উপর নগ্ন হামলা চালায়।এতে করে রানা গুরুত্বর জখম হয় ও তার কাঁধে মাথায় ১৩ টি সেলাই পড়ে।নাম না প্রকাশ করার শর্তে অনেকে বলেন বকুল একসময়ের চোরাকাবারীর গডফাদার যা এলাকার ছোট বড় সকলে জানে।তার বিরুদ্ধে শালীর সাথে পরকীয়া গড়ে তুলে স্ত্রীকে মেরে ফেলার ও অভিযোগ উঠে তৎকালীন সময়ে।বকুলের আরেক ভাই মুকুল এই এলাকার বর্তমান সময়ের চোরাকারবারীর অন্যতম গডফাদার যা পিছনে থেকে সম্পর্ন নিয়ন্ত্রন করে বকুল।এ বিষয়ে বকুলের সাথে কথা বললে তিনি মারামারির বিষয়টি স্বীকার করলেও বলেন আমার স্ত্রী আত্মহত্যা করেছিল। আর আমি কোন চোরাকারবারী করিনা।