নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শক্রুবার রাত ৮ টার দিকে এ এস আই রওশন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করে বড়বলদিয়া গ্রামের মৃত আজীমের ছেলে জিয়া (৩০)কে দূর্গাপুর ত্রিমোহনী মোড় থেকে ১ কেজি গাঁজা সহ আটক করে।একের পর এক সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা করায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলামকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল।