নিজস্ব প্রতিবেদকঃ এসএ গেমসের আর্চারিতে তিনটি স্বর্ণ পদক জয়ী ইতি খাতুনকে সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। এসময় তাকে একটি বাইসাইকেল উপহার দেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গার মেয়ে ইতি খাতুনকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব মাসুম রুহানী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহাজাদী মিলি, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কোচ সোহেল আকরামসহ অন্যরা। পরে ইতি খাতুনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে দুর্যোগসহনীয় ঘর দেয়ার ঘোষনা দেয়া