মেহেদী হাসান মিলন, জাগো দেশ প্রতিবেদকঃ গতকাল শনিবার দুপুর ২ টার দিকে কার্পাসডাঙ্গা টু মুজিবনগর সড়কের কানাইডাংগা মাঠে ইজিবাইক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক পলাশ গুরুতর আহত হয়।জানা গেছে কার্পাসডাঙ্গা হইতে চন্দ্রবাস অভিমুখে এবং চন্দ্র বাস হইতে কার্পাসডাঙ্গা অভিমুখে কানাইডাঙ্গা মাঠের কাছে বোয়ালমারী গ্রামের বাহার আলীর ছেলে সিরাজুল ইসলাম( ২৭ ) এর ইজি বাইক ও আনন্দবাস গ্রামের এয়ার উদ্দিনের ছেলে পলাশ( ২৫) এর মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল চালক পলাশ গুরুতর আহত হয়। ইজিবাইক এবং মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়।ঘটনার পর কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে হাজির হোন ও মটরসাইকেল, ইজিবাইক হেফাজতে নেন।