কার্পাসডাঙ্গা অফিসঃ গতকাল বুধবার দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকায় শেষ পৃষ্ঠায় কার্পাসডাঙ্গা ৮ নং ওয়ার্ডে আ:লীগের কমিটি ঘোষনা বিএনপি জামায়াতের কর্মী সভাপতি-সম্পাদক দাবী আ:লীগ নেতাদের শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে।যার শিরোনামে জামায়াত বিএনপির সদস্য ভুলবশত ছাপা হয়েছে।প্রকৃত পক্ষে সভাপতি সহিদুল হক সর্দার দীর্ঘ ২৬ বছর যুবলীগের সাধারন সম্পাদক ছিলেন ও আ:লীগের ত্যাগী একজন নেতা,সাধারন সম্পাদক আ: সাঈদ দামুড়হুদা উপজেলা আ:লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এম মফিজুর রহমানের পুত্র এবং সে আ:লীগ রাজনীতি পরিবারের সন্তান ও কর্মী।তাদের দুজনের একমিটিতে আসা নিয়ে সকল নেতা কর্মীই খুশি ও সাধুবাদ জানিয়েছেন।অভিযোগকারীদের দাবী হুদাপাড়ার এক সময়ের বিএনপি নেতা নুর মোহাম্মদ ভগুর নেতৃত্বে এ কমিটি হওয়ায় আনন্দ মিছিল ও পিকনিক করে আ:লীগের প্রকৃত নেতাদের তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করেছে।