সেলিম রেজা ঝিনাইদহঃ একজন শাহারন বিবি,স্বামী সন্তান হারা অশীতিপর বৃদ্ধা নারী। জগতের আলো আধারে জীবন প্রদীপ কোন মতে জ্বেলে বেচে আছেন তিনি। সদর উপজেলার প্রত্যান্ত পল্লী জনপদ বংকিরা গ্রামে ষাটোর্ধ এই অশীতিপর বৃদ্ধা নারীর বসবাস। একটি জীর্ন ভাংঙাচোরা চাবড়া ঘরে জীবন সায়াহ্নে এসে মানবেতর জীবনযাপন তার। বংকিরা গ্রামের পূর্ব পাড়ার মরহুম এরশাদ আলী মন্ডলের দ্বিতীয় স্ত্রী শাহারন বিবি। স্বামীর ওয়ারেশ সুত্রে পাওয়া জমি বন্ধক রেখে কনিষ্ঠ পুত্র জাহিদকে পাঠান বিদেশে। দালালদের মারফত বিদেশে গিয়ে প্রতারিত হয়ে দেশে ফিরে ক্ষেভে দুঃখে আত্মহত্যা করেছে জাহিদ। বড় ছেলে আশাদুল ইসলাম আশাও বিদেশ ফেরৎ। কিন্তু বড় পুত্রের অবস্থাও সচ্ছল নয়। দিনমজুরী করে তাকে চলতে হয়।এই অবস্থায় মহামারি করোনা ভাইরাসের ফলে খুব কষ্টে-দুঃখে অনাহারে দিনাতিপাত করছে শাহারণ বিবি। এ পর্যন্ত কোন সরকারী সাহায্য পায়নি শাহারণ বিবি । এই দৈন্যতার মাঝে তার মাথা গোজার একমাত্র টিনের ঘরটি ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে। যে কারনে মাথাগোজার ঠাঁই হারিয়েছেন তিনি । উপায়ান্ত না পেয়ে বড় ছেলে আশার ভাঙ্গাচোরা ঘরে উঠেছেন তিনি । মাথাগোজার ঠাই হলেও এক মুঠো খাবারের জন্য নিত্যদিন শাহারণ বিবির যুদ্ধ করতে হচ্ছে।