ক্রীড়া প্রতিবেতকঃ ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহী রয়্যালসকে ১৫৯ রানের
চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে খুলনা টাইগার্স। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে নাজমুল হাসান শান্তর অপরাজিত ৭৮ রানের ওপর ভর করে মুশফিকের দল ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে খুলনা। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি দলটি। দলীয় ১৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ ও রাইলি রুশো। মেহেদী ৮ ও রুশো করেন শূন্য রান। ৫ বলের মধ্যে রাজশাহীকে জোড়া সাফল্য এনে দেন মোহাম্মদ ইরফান।
তৃতীয় উইকেট জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন শান্ত ও শামসুর রহমান। তাদের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ৭৮ রান। দলীয় ৯৩ রানে বোপারার বলে শামসুর (৩১) আউট হলে ভাঙে এ জুটি। এরপর ২১ রান করে মুশফিক ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। এরপর নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে ইনিংস শেষ করেন
শান্ত। তিনি ৫৭ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে ৫ বলে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান। রাজশাহীর সেরা বোলার মোহাম্মদ ইরফান। ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১৩ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করেন তিনি। বাকি এক উইকেট যায় বোপারার ঝুলিতে।