গাজীপুর প্রতিনিধিঃ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি
মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে মোনাজাতে অংশ নেন দেশ- বিদেশের লাখো মুসল্লি। আখেরি মোনাজাত উপলক্ষে রোববার ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে টঙ্গীর ইস্তেমা ময়দানে। সকাল ১১টা ৮ মিনিটে মোনজাতা শুরু হয়ে শেষ হয় ১১টা ৪৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মো. জোবায়ের।
মোনাজাতে মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, দুনিয়া ও আখেরাতের শান্তি, দেশের কল্যাণ কামনা করা হয়।

এ ছাড়া আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করা হয়। এ সময় আমিন, আল্লা হুম্মা আমিন ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আগত লাখ লাখ মুসল্লি। আর এর মাধ্যমেই শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর পর আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ।