স্টার রিপোর্টারঃ চোখে মুখে রঙিন স্বপ্ন নিয়ে বিয়ে হয়েছিল ফাতেমার। অন্য দশটা মেয়ের মতই আশা করেছিল সুখের সংসারের। কিন্তু না, সুখ আর তার কপালে সয়নি। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামীর অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে। যৌতুকের জন্য এবার স্বামী নজরুল স্ত্রী ফাতেমার দুই হাতে স্টিলের চামচের গরম ছ্যাকা দিয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়ার দড়িকান্দি ভাংগনিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গৃহবধূ ফাতেমা রবিবার সকালে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত নজরুলকে গ্রেফতার করে।
জানা যায়, ৮ বছর আগে নজরুলের সঙ্গে বিয়ে হয় ফাতেমার। বিয়ের সময় ফাতেমার পরিবার নজরুলকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ বিভিন্ন আসবাবপত্র দিয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকেই নজরুল স্ত্রী ফাতেমার ওপর নির্যাতন শুরু করে। তার দাবি আরও টাকা চাই। কিন্তু হতদরিদ্র ফাতেমার পরিবারের পক্ষে নজরুলকে দাবিকৃত টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। এরই মধ্যে তাদের সংসারে পুত্র সন্তান শাহাদাৎ জন্ম নেয়। এরপর স্বামী নজরুল মাদকাসক্ত
হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই ফাতেমার ওপর বেড়ে যায় নির্যাতনের মাত্রা। ফাতেমা জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে স্বামী নজরুল বাসায় ফেরে। বাসায় এসেই যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। কথা কাটাকাটির একপর্যায়ে ফাতেমাকে গরম স্টিলের চামচ দিয়ে দুই হাতে ছ্যাকা দেয়। এ সময় ফাতেমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রবিবার সকালে কিছুটা সুস্থ হয়ে তিনি স্বামী নজরুলের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্ত নজরুলকে গ্রেফতার করে। জানা গেছে, অভিযুক্ত নজরুল মুড়াপাড়া দড়িকান্দি ভাংগিগাট এলাকার।জাহাঙ্গীর আলমের ছেলে। আর নির্যাতনে শিকার ফাতেমা
কুমিল্লার দুর্গাপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে।এ ব্যাপারে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে নজরুলকে গ্রেফতার করা হয়েছে।