চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজার থেকে সোনালী ব্যাংক লিমিটেডের শাখা সদর উপজেলার ভালাইপুর মোড়ে স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ রবিবার (১৬ অক্টোবর) দুপুরে গোকুলখালী বাজার কমিটি সোনালী ব্যাংকের সামনের সড়কে এসব আন্দোলন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে দাবির পক্ষে বক্তব্য রাখেন চিৎলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, বাজার কমিটির সভাপতি শরিফ উদ্দীন টোকন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, স্কুলশিক্ষক মোশারফ হোসেন, ব্যাংক গ্রাহক তুগরিল খান, আবু বক্কর, রাজীব ফেরদৌষ জামাল সাদিক ও মীর আব্দুল আওয়াল।
বক্তারা বলেন- গোকুলখালী বাজারে একটি কলেজ, একটি মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিস এবং হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ অনেক দফতর আছে। তিন হাজারেরও বেশি রেমিটেন্স যোদ্ধা এই শাখার মাধ্যমে পরিবারে কাছে অর্থ পাঠিয়ে থাকেন। ৪৬ বছরের পুরোনো এই শাখা স্থানান্তর কোনোভাবে মেনে নেয়া হবে না।
এদিকে ,ব্যাংকের শাখা ব্যবস্থাপক সানোয়ার হোসেন জানান, এক হাজার ৫০০ জন গ্রাহক আছে ব্যাংকটিতে। মাসিক টার্গেট থাকে ৯ কোটি টাকা । টার্গেট প্রায় অর্জন হয়