নরসিংদীর মনোহরদীতে শত বছরের পুরোনো গ্রামীণ রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পথে তোলা হয়েছে দেয়াল। এতে প্রায় ৫০টি পরিবারের দুই শতাধিক মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন।
স্থানীয় প্রভাবশালী রমিজ ও তার ভাই রবিউল জোরপূর্বক সড়কের মাঝখানে দেয়াল নির্মাণ করে গ্রামবাসীর চলাচলে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রবিউল।
ভুক্তভোগীরা জানান, নরসিংদীর মনোহরদীতে দৌলতপুর ইউনিয়নে হরিনারায়ণপুর গ্রামে বাজারসংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় গৃহবন্দি হয়ে পড়েছে গ্রামের প্রায় ৫০টি পরিবার। রাতের আঁধারে বাড়ি-ঘর ভাংচুর করে তৈরি করা হয়েছে প্রাচীর। দখল করা হয়েছে কবরস্থান। এতে দুইশ মানুষ গৃহবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগী ষাটোর্ধ বৃদ্ধা আমেনা বেগম অভিযোগ করে বলেন, আমরা এখন গৃহবন্দি হয়ে পড়েছি। জোড় করে বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেয়াল তুলছে প্রভাবশালী রমিজ উদ্দিন ও রবিউল। রাতের আঁধারে লোকজন নিয়ে এলাকার অনেক ঘরবাড়ি ও কবরস্থান ভেঙে ফেলছে।
আরেক ভুক্তভোগী শচীন দেব বর্মণ বলেন, হঠাৎ করেই মস্তান ও সন্ত্রাসীদের নিয়ে এসে গ্রামের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করেছে। ফলে আমাদের ৫০টি পরিবারের প্রায় ২ শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন।
ইব্রাহীম মিয়া নামে আরেকজন বলেন, আমরা পশুর মতো খাঁচায় বন্দি হয়ে আছি। ছেলেমেয়ে নিয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। খুব বিপদে আছি। কথা বললেই প্রশাসনের ভয় দেখায়। তিনি আরও বলেন, আমরা দিন আনি দিন খাই। তাই তাদের বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহস পাচ্ছে না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রবিউল বলেন, জায়গার মালিক আমি। গ্রামের মানুষের রাস্তার প্রয়োজন হলে আমাকে জানাবে। তারা তো আমাকে জানায়নি। তৃতীয়পক্ষকে জানিয়েছে। তাছাড়া আমি তাদের জন্য বিকল্প দিক দিয়ে রাস্তা দেওয়ার কথা ভেবে রেখেছি। এখন তারা আমাকে আমার জায়গায় কাজ করতে দিচ্ছে না।